সবজির দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বাজারে সিন্ডিকেট ভেঙ্গে দিতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন ক্রয়মূল্যে সবজি বিক্রি শুরু করেছে। রোববার (২৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাতকানিয়া কেরানীহাটে এ কার্যক্রম শুরু করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, আইসিটি সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমির, সিএ মিজানুর রহমান, কেঁওচিয়া ইউপি সদস্য মো. মহসিন উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপজেলার কেরানীহাট কাঁচাবাজার উলামিয়া মার্কেটের সামনে ক্রেতাসাধারণদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। দেখা যায়, আলু প্রতি কেজি ৫০ টাকা, চিচিঙ্গা ৩৫ টাকা, শসা ৪০ টাকা, কাকরল ৭৫ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, শাক ২০ টাকা, কচুরলতি ৫০ টাকা, ঝিঙা ৫০ টাকা, কাঁচা মরিচ ১৫০ টাকা, লাউ ৩০-৩৫ টাকা, পেঁপে ২৫ টাকা, বেগুন ৫৫ টাকা ও মুলা ৫৫ টাকা বিক্রি করা হচ্ছে।
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সভাপতি ওবাইদ বিন নূর, সাধারণ সম্পাদক মো. রাকিব উদ্দিন, সহ-সভাপতি ফারহান মাহবুব মিজান, অর্থ সম্পাদক ফাহাদ চৌধুরী, সহ-অর্থ সম্পাদক সাইফুল ও দপ্তর সম্পাদক মো. মিজান ক্রয়মূল্যে সবজি বিক্রি কার্যক্রমে অংশ নিয়েছেন।
জানতে চাইলে সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. রাকিব উদ্দিন বলেন, আমাদের ফাউন্ডেশন থেকে ক্রয় মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রমে সকল শ্রেণির মানুষ খুশি। তারা এখন বাজারের তরকারি ব্যবসায়ীদের থেকে প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা এমন কি কোন কোন পণ্যে অর্ধেকের চাইতেও কম দামে পাচ্ছেন। এ অসাধু তরকারি ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে আমরা সাধারণ গরীব অসহায় মানুষের মাঝে স্বস্থি ফিরিয়ে আনব এবং যতদিন পর্যন্ত তাদের সিন্ডিকেট ভেঙে যাবে না আমাদের কার্যক্রম চলমান থাকবে। আমাদের কার্যকমে সহযোগিতা করায় সাতকানিয়া উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।