চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কেইপিজেডে হাতির সুরক্ষায় ১১ সদস্যের কমিটি

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৪ | ৫:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় কোরিয়ান ইপিজেডে (কেইপিজেড) হাতির সুরক্ষা এবং মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে ১১ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ এর উপ-সচিব ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে গত বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

চট্টগ্রাম বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা ফিরোজ, একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুল এইচ খান, দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের (আইইউসিএন) প্রতিনিধি, কোরিয়ান ইপিজেডের দুইজন সদস্য, ঢাকা আগারগাঁও বন ভবনের ইউএস ফরেস্ট সার্ভিসের কান্ট্রি কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ আব্দুল মোতালেব, সেভ দ্য নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন, অভয়ারণ্য বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রুবাইয়া আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মুনতাসির আকাশ ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা।

কমিটিকে আগামী তিন সপ্তাহের মধ্যে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার হাতির সুরক্ষা, কেইপিজেড কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ, মানুষ-হাতির দ্বন্দ্ব নিরসন এবং এ বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ সম্বলিত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করতে বলা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট