চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

তরুণদের উদ্যােগ

বোয়ালখালীতে ক্রয় মূল্যে সবজি বিক্রয়ে ক্রেতাদের মনে স্বস্তি

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

২৫ অক্টোবর, ২০২৪ | ৫:২৮ অপরাহ্ণ

বোয়ালখালী পৌর সদরের ক্রয় মূল্যে সবজি বিক্রয় করেছেন মানবিক সংগঠন বোয়ালখালী ব্লাড ডোনেটর গ্রুপ।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় সংগঠনটি পৌর সদরের বুড়ি পুকুর পাড় রেল ক্রসিং এলাকায় এ সবজি বিক্রি কার্যক্রম শুরু করেন। কেজি প্রতি লাউ লাউ ২৫ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, ধুন্দল ৩৫ টাকা ও বরবটি ৬০ টাকা দরে বিক্রি করা হয়।

এ দর বাজারে বিক্রি হওয়া দামের চেয়ে অনেক কম বলে জানিয়েছেন ক্রেতারা। সবজি ক্রেতা আবদুল হালিম বলেন, বাজারে প্রতিটি সবজির কেজি প্রতি দামে ১০-৩০ টাকা পর্যন্ত তফাৎ রয়েছে। লাভেরও একটা সীমা থাকা দরকার। বোয়ালখালী ব্লাড ডোনেটর গ্রুপের সদস্যরা কেনা দামে সবজি বিক্রি করায় ধন্যবাদ জানান ক্রেতারা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ক্রয় মূল্যে সবজির বিক্রি উদ্যােক্তা মাশরাফুল হক জানান, শুক্রবার সকালে প্রায় দেড় ঘণ্টার মধ্যে ৫০০ কেজি সবজি ক্রেতারা কিনে নিয়েছেন। ব্যবসায়ীরা সিন্ডিকেট করেই সবজির দাম অতিরিক্ত নিচ্ছেন যা সাধারণ পরিবারগুলো বাজার করতে হিমশিম খাচ্ছেন। ক্রয় মূল্যে সবজি বিক্রি কার্যক্রম অব্যাহত রাখা হবে।

মোশাররফ হোসেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ মুহাম্মদ হেলাল বলেন, পাইকারি ৬০-৬৫ টাকা কেজি দরে বরবটি বিক্রি হচ্ছে। অথচ খুচরা পর্যায়ে তা ১০০ টাকা দাম দিচ্ছেন বিক্রেতারা। ৩০ টাকা কেজি দরে চিচিঙ্গা পাইকারীভাবে কেনা গেলেও বাজারে তা ৬০ টাকা। এসব সিন্ডিকেট ভাঙা জরুরি। খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের মানবিকতা থাকা দরকার।

সংগঠক ওবায়দুল মোস্তফা মাহির বলেন, কাঁচাবাজারের অধিক দামের কারণে সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে বোয়ালখালী ব্লাড ডোনেটর গ্রুপের এ কার্যক্রম কিছুটা হলেও স্বস্তি এনেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট