চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়ির বালুমহালে অভিযান, ১০ হাজার ঘনফুট বালু ও ড্রেজার জব্দ

নিজস্ব সংবাদদাতা, নাজিরহাট

২৫ অক্টোবর, ২০২৪ | ১২:১৩ অপরাহ্ণ

ফটিকছড়ির ধর্মপুর ও খিরাম ইউনিয়নের হচ্ছারঘাট এলাকায় অবৈধ বালুমহালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ১০ হাজার ঘনফুট বালু, একটি ড্রেজার মেশিন ও দুটি জিপ গাড়ি জব্দ করা হয়েছে।

শুক্রবার ভোর ৬টা থেকে ১১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।

অভিযানে সহায়তা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

অভিযানে হচ্ছারঘাট এলাকার ইজারা ব্যতীত দুটি স্থান থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ১০ হাজার ঘনফুট বালু, বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন ও দুটি জিপ গাড়ি জব্দ করা হয়।

 

পূর্বকোণ/মুন্না/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট