চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজার জেলা শ্রমিকলীগ সভাপতি কালুসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

২৫ অক্টোবর, ২০২৪ | ১:৫৭ অপরাহ্ণ

কক্সবাজার জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালুসহ (৫০) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, আওয়ামী লীগ, ছাত্রলীগসহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সংশ্লিষ্টরা ছাত্রজনতার আন্দোলনের বিরুদ্ধে সশস্ত্র অবস্থানে ছিল।

ইতিমধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে সরকার। তারপর অভিযান শুরু করেছে পুলিশ।

তিনি আরো জানান, ইতিমধ্যে শ্রমিক লীগের সভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজন শফিকুল ইসলাম কালু জেলা শ্রমিক লীগের সভাপতি।

তিনি পশ্চিম বাহারছড়ার বাসিন্দা মৃত মনির আহমদের ছেলে। অপরজন আবু সুফিয়ান নয়ন সদরের ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সদস্য। স্বৈরাচারের দোসর শ্রমিক লীগের নেতাসহ গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট