চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

উপজেলা প্রশাসনের উদ্যোগ

৮০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি বোয়ালখালীতে

বোয়ালখালী সংবাদদাতা

২৪ অক্টোবর, ২০২৪ | ৭:৩০ অপরাহ্ণ

বোয়ালখালীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এ কার্যক্রমের অংশ হিসেবে পিঁয়াজ বিক্রি শুরু করা হয়েছে।

 

উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পৌর সদরের রেল ক্রসিং এলাকায় ৮০ টাকা কেজি দরে ২২০ কেজি পেয়াজ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা।

 

এছাড়া গত মঙ্গলবার থেকে শুরু হওয়া ১৪০ টাকা প্রতি ডজন মূল্যে ২৫০০ ডিম বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

ইউএনও হিমাদ্রী খীসা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে সুলভ মূল্যে ডিম ও পিঁয়াজ বিক্রি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে। এ কার্যক্রমে ব্যবসায়িক, সামাজিক ও মানবিক সংগঠনগুলো এগিয়ে আসার জন্যও আহ্বান জানান তিনি।

 

এতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দীন আকরাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস।

 

পূর্বকোণ/এমটি/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট