চট্টগ্রাম বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

সেন্টমার্টিন দ্বীপ পর্যটক উন্মুক্ত রাখতে গণমিছিল

টেকনাফ সংবাদদাতা

২৩ অক্টোবর, ২০২৪ | ১১:৩৪ অপরাহ্ণ

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আগের মতো পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার দাবিতে গণমিছিল করেছে দ্বীপের মানুষ। এ সময় সম্প্রতি সেন্টমার্টিন নিয়ে গৃহীত সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে দ্বীপে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

বুধবার ২৩ অক্টোবর বিকালে সেন্টমার্টিন বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত গণমিছিলে সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা অংশ নেন।

গণমিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য সৈয়দ আলম, স্থানীয় ব্যবসায়ী মাহবুব আলম, নাসির উদ্দীন, আবদুর রহমান, আলী হায়দার, মাস্টার আয়াতুল্লাহ খোমেনি, মাস্টার মাহবুব আলম, মাস্টার আয়াজ, জিয়াউল হক জিয়া, ইসহাক চৌধুরী, এমএ তাহের শাহীন, আব্দুর রহিম মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, দ্বীপের পরিবেশেকে রক্ষা করতে হলে সর্বপ্রথম দ্বীপে বসবাসরতদের আয় রোজগারের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। দ্বীপবাসীর ভাত বন্ধ করে পরিবেশের অনৈতিক ও আত্মঘাতী সিদ্ধান্ত দ্বীপের মানুষ মেনে নিবে না। আগের মতো পর্যটক উন্মুক্ত না রাখলে সকল প্রকার নৌ যান বন্ধসহ দ্বীপে অবরোধ পালন করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২২ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন, সেন্ট মার্টিন কোরাল দ্বীপ। পরিবেশ ঠিক রাখার জন্যই আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতিদিন ২ হাজার পর্যটক সেন্টমার্টিন যেতে পারবেন। এছাড়া নভেম্বর মাসে পর্যটক যেতে পারলেও কেউ রাতে থাকতে পারবেন না। তবে ফেব্রুয়ারি মাসজুড়ে পরিচ্ছন্নতার কাজ চলবে, ওই সময় কোনো পর্যটক সেখানে যেতে পারবেন না।

পূর্বকোণ/কাশেম/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট