চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

২২ অক্টোবর, ২০২৪ | ৬:২৩ অপরাহ্ণ

সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সীতাকুণ্ড পৌরসদর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম. রফিকুল ইসলাম।

 

অভিযানকালে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রুপালী আইস ফ্যাক্টরিকে ২০ হাজার, ব্যবসায়ী আমজাদ হোসেনকে ৫ হাজার, আশিষ চৌধুরীকে ৫ হাজার,  খোকন মজুমদারকে ৩ হাজার, আলাউদ্দিন টিটুকে ৫ হাজার, সালাউদ্দিন আহমেদকে ৫  হাজার, কামরুল আলমকে ৫ হাজার,  জোবায়েদ আহমেদকে ৫ হাজার ও হেলাল উদ্দিনকে ২০ হাজার টাকা হিসেবে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম বলেন, সীতাকুণ্ড পৌরসদর বাজারে মূল্য তালিকা না রাখা, বেশি দামে পণ্য বিক্রিসহ অনিয়মের কারণে  ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।     

 

অভিযানে আরো উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী ও পুলিশ সদস্যরা।

 

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট