চট্টগ্রাম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

বৈসম্যবিরোধী আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ

সীতাকুণ্ডে আ’লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

সীতাকুণ্ড সংবাদদাতা

২১ অক্টোবর, ২০২৪ | ১০:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগে আ’ লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের মৃত ধনামিয়া সওদাগরের পুত্র ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. মোজাম্মেল (৪৫), বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের শেখ আহমদের পুত্র, ওয়ার্ড আ’ লীগের সভাপতি মো. আলাউদ্দিন (৪০) এবং পৌরসভর পন্থীছিলা গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র, ২নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন সম্পাদক নুরুল হাদী (৪০)।

 

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান জানান, ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে আসামিরা ছাদের উপর পরিকপ্তিত হামলা করে বলে অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় দায়ের হওয়ায় সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট