চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বাজার নজরদারিতে প্রশাসন

বোয়ালখালীতে অনিয়মের দায়ে তিন দোকানিকে জরিমানা

বোয়ালখালী সংবাদদাতা

২১ অক্টোবর, ২০২৪ | ৯:০৪ অপরাহ্ণ

বোয়ালখালীতে বাজার নজরদারিতে নেমে মূল্য তালিকা না থাকায় এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করায় তিন দোকানিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ অক্টোবর) পৌর সদরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল ফেসবুক পোস্টে জানান, সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক ফুলতল বাজার ও রেলগেট সংলগ্ন মাংসের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এসময় মূল্য তালিকা যথাযথ না থাকায় এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করায় অর্থদন্ড প্রদান করা হয়েছে।

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট