হাটহাজারীতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২১ অক্টোবর) বিকালে হাটহাজারী বাজারে অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবি এম মশিউজ্জামান ।
অভিযানকালে বাজারে বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রকাশ না করাসহ আরো অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মেহেরাজ শারবীন, কৃষিকর্মকতা মো. আল মামুন শিকদার ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুজন কানুনগো ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার মেহেরাজ শারবীন সকল পণ্য বিক্রেতাকে আবশ্যিকভাবে পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শনসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।
এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির পেছনে জড়িত ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেয়া হয়।
পূর্বকোণ/এমটি/পারভেজ