চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারের মেরিন ড্রাইভে বাইক দুর্ঘটনায় এক পর্যটক নিহত

কক্সবাজার সংবাদদাতা

২০ অক্টোবর, ২০২৪ | ৮:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় একজন পর্যটক নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২০ অক্টোবর) সকালে ইনানীর মেরিন ড্রাইভ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতের ইমাম ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাম  ও তার বন্ধু শাহীন কলাতলী থেকে  আজ সকালে একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে মেরিন ড্রাইভ রোড় হয়ে ইনানীতে ঘুরতে যাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাসের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইমাম ভূঁইয়া নিহত এবং শাহীন গুরুতর আহত হন।

 

নিহত ইমামের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  আর আহত শাহীন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহ উদ্ধার করে দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

 

নিহত ইমাম ভূঁইয়া ও শাহীন উভয়েই নারায়ণগঞ্জের বাসিন্দা বলে জানান পুলিশ।

 

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট