চট্টগ্রাম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

‘শিক্ষিত নয়, সুশিক্ষিত হতে হবে’

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২৪ | ৭:২২ অপরাহ্ণ

লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান বলেন, দেশ ও জাতি গঠনে সুশিক্ষায় শিক্ষিত মানুষের মাধ্যমে শিক্ষাব্যবস্থা পরিচালিত হওয়া বাঞ্ছনীয়। শিক্ষিত নয়, আমাদেরকে সুশিক্ষিত হতে হবে।

 

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে ফটিকছড়িতে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক এক সভায় এসব কথা বলেন তিনি। ইউয়ুথ ওয়েব সোসাইটি নাজিরহাট জোন এই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় সর্বাধিক জামায়াতে নামাজ পড়ায় ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করে সংগঠনটি।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুদুর রহমান বলেন, শিক্ষা মনের একটি চোখ। আনুষ্ঠানিক শিক্ষা জীবিকার নিশ্চয়তা দেবে আর স্বশিক্ষা সৌভাগ্যের দুয়ার খুলে দিবে। নিজে শিখে নিয়ে আর অন্যকে শিক্ষা দিতে হবে। নিজে জানো আর অন্যকে জানাও। তবেই একটা শিক্ষিত জাতি গড়ে উঠবে।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নাসিহাহ একাডেমীর চেয়ারম্যান শরীফ উদ্দিন পাটোয়ারী, বিশেষ অতিথি ছিলেন ইউয়ুথ ওয়েব সোসাইটি চট্টগ্রাম জেলা (পূর্ব) সভাপতি রাশেদুল ইসলাম চৌধুরী, জয়নাল আবেদীন জয়, মাওলানা আলী হোসেন প্রমুখ।

 

এ সময় ১৬০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট