কাপ্তাইয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টার সময় কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত আসামির নাম ফুলবানু (৫০)। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে বলে জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ।
তিনি জানান, আসামির বিরুদ্ধে কাপ্তাই থানায় ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ১০টি’র অধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আসামীকে রবিবার (২০ অক্টোবর) রাঙ্গামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/এমটি/পারভেজ