চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

নিষিদ্ধ সময়ে মাছ শিকার

আনোয়ারায় ২ লাখ টাকার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৪ | ৯:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ সময়ে মাছ শিকার করার অপরাধে ৪টি টং জাল জব্দ করেছে মৎস্য অফিস। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।

 

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের বঙ্গোপসাগর উপকূল এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক।

 

এ সময় উপস্থিত ছিলেন নৌ-পুলিশ বার আউলিয়া ফাঁড়ির ইনচার্জ কাওসার আহমেদসহ মৎস্য অফিসের কর্মকর্তারা। পরে জব্দকৃত জাল আগুনে পোড়ানো হয়।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এই নিষিদ্ধ সময়ে সাগরে মাছ শিকার করায় আনুমানিক ২ লাখ টাকার জাল জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট