চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পেকুয়া-চকরিয়ায় ধর্ম উপদেষ্টা

আন্দোলনের শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, বিচারের আশ্বাস

কক্সবাজার সংবাদদাতা

১৯ অক্টোবর, ২০২৪ | ৭:২৬ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরাম এবং আহসান হাবিবের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

 

শনিবার (১৯ অক্টোবর)  কক্সবাজারের পেকুয়া ও চকরিয়ায় এসে তিনি শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।

 

তিনি জানান, সরকার কারো প্রতি রাজনৈতিক প্রতিহিংসা পোষণ করে না। যারা সত্যিকারের অপরাধী, যারা মানুষ খুন করেছে, দেশের টাকা লুট করেছে, তাদের প্রত্যেকের বিচার হবে। জাতি এই সরকারের কাছে তাই প্রত্যাশা করে।

 

খালিদ হোসেন আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ওয়াসিমদের জাতি চিরদিন স্বরণ করবে। বর্তমান সরকার একটি জুলাই বিপ্লব ফাউন্ডেশন গঠন করবে। এই ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ এবং আহত পরিবার আজীবন সহায়তা পাবে। জুলাই-আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে বর্তমান সরকার ৩০ লাখ টাকা করে সহায়তা দেয়ার কথা ঘোষণার কথা জানান তিনি।

 

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট