চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৪ | ১:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনাম (৪০) এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় পূর্বাঞ্চল রেলওয়ের ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফারুক হোসাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন এক নারীকে রেললাইনে ঘুরাফেরা করতে দেখেন স্থানীয়রা। এক পর্যায়ে ওই নারী রেললাইনে শুয়ে পড়েন। লোকজন তাকে শুয়ে থাকতে বাধা দিলে ওই নারী রেললাইনের পাশ ধরে হাঁটতে থাকেন। পরে রেলের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের (জিআরপি) ফারুক হোসাইন বলেন, মীরসরাই উপজেলার ১৫ নম্বর  ওয়াহেদপুর ইউনিয়নে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত‌নামা এক নারী নিহত হওয়ার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ চট্টগ্রাম মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট