খাগড়াছড়ি পর্যটন এলাকায় বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে রিচাং ঝর্ণায় ডুবে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. রাকিব (১৫) । সে আনন্দনগর অফিস সংলগ্ন গোলাবাড়ি ইউনিয়নের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে ।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ জানান , চার বন্ধুর সাথে শুক্রবার বিকেলে রিচাং ঝর্ণায় বেড়াতে গিয়ে মো. রাকিব ঝর্ণার পানিতে তলিয়ে যায় ।
পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে লাশ উদ্ধার করে। লাশ মাটিরাঙ্গা থানায় রয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা মো. শরিফ।
পূর্বকোণ/এমটি/পারভেজ