চট্টগ্রাম শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

রাউজানে শিক্ষকের উপর হামলা, থানায় অভিযোগ

রাউজান সংবাদদাতা

১৮ অক্টোবর, ২০২৪ | ৭:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে শফিকুল মুনির (৩২) নামে এক স্কুল শিক্ষকের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। হামলায় তিনি আহত হয়েছেন। তিনি রাউজান ইংলিশ স্কুলের শিক্ষক এবং ওই গ্রামের বাসিন্দা মুহাম্মদ নোমানের ছেলে।

 

শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার গহিরা মোবারকখীল গ্রামে ওই শিক্ষকের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, হঠাৎ একদল হামলাকারী এসে বাড়ির উঠানে গালাগাল করছিলেন। শফিকুল বের হলে তাকে লাটিসোঁটা এবং লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর বাড়ির উঠানে এসে শফিকুল আলমের বাবা-মাকে গালাগাল করতে থাকেন একদল দুর্বৃত্ত। এমসয় শফিকুল আলম এগিয়ে গেলে তাকে ধরে বেধড়ক মারধর করতে থাকে দুবৃর্ত্তরা। পরে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত শিক্ষক শফিকউল আলম বলেন, ‘আমি কোন রাজনীতি করিনা। শিক্ষকতা করি। আমার উপর কেন হামলা করা হলো, বুঝতে পারছি না।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় একটা লিখিত অভিযোগ আসছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট