চট্টগ্রাম শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে যুবকের মৃত্যু

উখিয়া সংবাদদাতা

১৭ অক্টোবর, ২০২৪ | ৯:৫৫ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের দৌছড়ি এলাকায় বন বিভাগের পাহাড় কেটে ঘর নির্মাণের সময় পাহাড়ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শাহাব উদ্দিন (২৫) ওই এলাকার আব্দু জলিলের ছেলে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দৌছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌছড়ি বন বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি। তিনি জানান, দৌছড়ি এলাকার আবু শমা নামের এক ব্যক্তির মাটি কাটার পয়েন্টে পাহাড় কাটার সময় উপর থেকে পাথর মিশ্রিত মাটিধসে পড়ে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, বন বিভাগের জায়গা জবর-দখল করে ও পাহাড় কেটে ঘর নির্মাণ করার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফ হোছাইন বলেন, পাহাড় কাটার সময় একজনের মৃত্যুর হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট