চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বেশি মূল্যে পণ্য বিক্রি, রাউজানের ৪ ব্যবসায়ী গুনল জরিমানা

নিজস্ব সংবাদদাতা, রাউজান

১৭ অক্টোবর, ২০২৪ | ৮:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান সদরের ফকিরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশি মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৪ ব্যবসায়ীকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম।

তিনি বলেন, অধিক মূল্যে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা না টাঙানোয় ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট