চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই ভাগনির বিয়ের ৫ লাখ টাকা

বাঁশখালী সংবাদদাতা 

১৭ অক্টোবর, ২০২৪ | ১১:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়েছে হোসাইন নামে এক ব্যক্তির ভাগনির বিয়ের জন্য রাখা ৫ লাখ টাকাও। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৪ জন।

 

বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গন্ডামারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নুর আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- মো. হোসাইন প্রকাশ দুলা সাওদাগর, আবু শাকের, মো. সেলিম, মো. ফেরদৌস, মো. জহির ও মো. মাসুদ। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লক্ষাধিক টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, মো.হোসাইনের বসতঘর থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

 

ক্ষতিগ্রস্ত মো.হোসাইন বলেন, আগুনে আমার বোনের মেয়ের বিয়ের জন্য রাখা নগদ ৫ লাখ টাকা পুড়ে গেছে। আগামী  মাসের ২০ তারিখে ভাগিনির বিয়ের কথা ছিল।

 

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিটডার নুরুল বাশার বলেন, গন্ডামারায় অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলের দিকে রওয়ানা দিলেও কাছাকাছি গিয়ে সরু সড়কের কারণে ভেতরে প্রবেশ করতে পারিনি। ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্বকোণ/পিআর  

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট