চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে মূল্য তালিকা না থাকায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

১৬ অক্টোবর, ২০২৪ | ১০:০২ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে মূল্য তালিকা না থাকায় ও মেয়াদবিহীন পণ্য বিক্রির অপরাধে গ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 

বুধবার (১৬ই অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেরাজ শারবিন এই অভিযান পরিচালনা করেন। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদবিহীন পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৪ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া গতকাল মঙ্গলবার হাটহাজারী পৌর সদরের কাচারি সড়কে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের সতর্ক করা সত্ত্বেও আজ (বুধবার) সন্ধ্যায় পুরনায় যারা ফুটপাত দখল করে মালামাল রেখেছে তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা সহকারী কমিশনার (ভূমি) জানান, জেলা প্রশাসনের নিদের্শনায় জনস্বার্থে এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/শিমুল/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট