চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

উখিয়ায় শপিং ব্যাগে ইয়াবা, রোহিঙ্গা ধরা

উখিয়া সংবাদদাতা

১৬ অক্টোবর, ২০২৪ | ৫:৫৩ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকা থেকে ৩১ হাজার ৯’শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। গ্রেপ্তার মোহাম্মদ ইউসুফ (৪২) কুতুপালং ক্যাম্পের ডি-ব্লকের ডব্লিউ ২-ক্যাম্পের মৃত আবুল হাফেজের ছেলে।

 

বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজারে একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজারে একটি দোকানের সামনে থেকে দিবাগত রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় এক রোহিঙ্গাকে শপিং ব্যাগসহ ধরা হয়। ওই শপিং ব্যাগ থেকে ৩১ হাজার ৯’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট