চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

সুন্নি মতাদর্শী কর্মীর উপর হামলার প্রতিবাদে কদলপুরে বিক্ষোভ সমাবেশ

রাউজান সংবাদদাতা

১৫ অক্টোবর, ২০২৪ | ৮:৫৬ অপরাহ্ণ

ভারতে হযরত মুহাম্মদ (স.) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি, রাউজান কদলপুরে ঈদে মিলাদুন্নাবী (স.) এবং মাজার ও ওরশ নিয়ে মিথ্যাচার করে সুন্নি মতাদর্শী কর্মীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার কদলপুর সোম্বাইজ্জাহাট হতে হাজার হাজার সুন্নি জনতার উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি মীরবাগিছা, ঈশানভট্টের হাট প্রদক্ষিণ করে পুনরায় সোমবাইজ্জাহাট হাটে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী। সোমবাইজ্জাহাট বাজার কমিটির সভাপতি মোহাম্মদ শাহ হানিফের সভাপতিত্বে, রবিউল হোসাইন সুমন ও কাজী কায়েছ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা এস.এম খালেদ আনছারী, কদলপুর আশরাফ শাহ দরবার শরিফের শাহাজাদা হাসান শাহ, শাহাজাদা নাহিদ শাহ, হযরত চাঁদ শাহ দরবারের শাহাজাদা ছৈয়দ মকসুদুল আলম শাহ, নক্সবন্দি দরবারের শাহাজাদা কাজী ইব্রাহিম, শাহাজাদা শফি শাহ, মুহাম্মদ হাসান সওদাগর, মাওলানা শওকত উদ্দিন, মাওলানা আবু ছৈয়দ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জাবেদ, আব্দুছ ছাত্তার, মোহাম্মদ শাকিল, কাইসার পারভেজ পিপুল, আবু বক্কর কাদেরী, জুবাইদুল হক শাহ বাপ্পি, মোহাম্মদ মামুন, এমরান হোসেন মুন্না, মোহাম্মদ জাহেদ, মুহাম্মদ জুলহাস উদ্দিন, হিরাম উদ্দিন বাবলু প্রমুখ সুন্নী জনতা। মিলাদ-কিয়ামশেষে দেশ-জতির শান্তি কামনায় দোয়া মুনজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়।

 

পূর্বকোণ/জাহেদ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট