চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

এইএসসি পরীক্ষায় চকরিয়া কমার্স কলেজে কেউ পাস করেনি

চকরিয়া সংবাদদাতা

১৫ অক্টোবর, ২০২৪ | ৯:৫৭ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া কমার্স কলেজে কেউ পাস করেনি। সাতজন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত শিক্ষাবোর্ডের ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলায় কলেজ রয়েছে ৭ টি। তন্মধ্যে চকরিয়ায় ৬ টি ও পেকুয়ায় ১ টি। এই সাতটি কলেজের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে পেকুয়ার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ।

 

এ কলেজের সহযোগী অধ্যাপক মোস্তফা জামান খারেছ জানান, এবার আমাদের কলেজ থেকে মোট পরীক্ষার্থী ছিল ৫৭৯ জন, এরমধ্যে ১১ জন জিপিএ -৫ সহ পাস করেছে ৫৩৮ জন। পাসের হার ৯৩ দশমিক ০৮ শতাংশ। চকরিয়ার ছয়টি কলেজের মধ্যে চকরিয়া সরকারি কলেজে ৭৫৬ জনের মধ্যে ৪ জন জিপিএ -৫ সহ পাস করেছে ৪০৩ জন। পাসের হার ৫৩ দশমিক ৩১ শতাংশ। চকরিয়া আবাসিক মহিলা কলেজে ৫৭৬ জনের মধ্যে ৫ জন জিপিএ-৫ সহ পাস করেছে ২৬৬ জন। পাসের হার ৪৬ দশমিক ১৮ শতাংশ। ডুলাহাজারা কলেজে ৬৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন জিপিএ-৫ সহ ২৭৫ জন পাস করেছে। পাসের হার ৪১ দশমিক ৪২ শতাংশ। চকরিয়া সিটি কলেজে ১৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৫ জন। পাসে হার ৪০ দশমিক ৮৮ শতাংশ। বদরখালী কলেজে ২৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০৬ জন। পাসের হার ৩৬ দশমিক ৮১ শতাংশ। একমাত্র চকরিয়া কমার্স কলেজ থেকে পাস করেনি কেউ। চকরিয়ার ছয়টি কলেজের মধ্যে একমাত্র চকরিয়া সরকারি কলেজ পূর্বের চেয়ে অনেকটা ভালো করেছে। এদিকে আনন্দ উৎসবের হিল্লোল বইছে পেকুয়ায়। এ উপজেলার একমাত্র কলেজ শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ। এ কলেজটির অতীতের মতো এবার অত্যধিক ভালো হয়েছে। তাই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

 

 

পূর্বকোণ/জাহেদ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট