চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে দৃষ্টি রাখতে হবে : রাঙ্গুনিয়া ক্যাম্প কমান্ডার

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৫ অক্টোবর, ২০২৪ | ১০:৫০ অপরাহ্ণ

৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগ্রেডের টাস্কফোর্স ৪ এর রাঙ্গুনিয়া ক্যাম্পের কমান্ডার লেফট্যান্যান্ট কর্নেল মিরাজুল ইসলাম বলেন, “বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য সেনাবাহিনী টহল জোরদার করবে। সকল মন্দিরে সিসিটিভি ক্যামরা নিশ্চিত করতে হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে দৃষ্টি রাখতে হবে। ” রাঙ্গুনিয়ায উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিশেষ সভা ও মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি একথা বলেন।

মঙ্গলবার ( ১৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

দিকনির্দেশনামূলক বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. মিরাজ আরো বলেন,“ সবার সম্মিলিত প্রচেষ্টায় সনাতন সম্প্রদায়ের দুর্গাপূজা কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় আচার—অনুষ্ঠান পালনে যাতে কোনো বিঘ্ন না হয় সেজন্য যার যার অবস্থান থেকে সজাগ থাকতে হবে। বৌদ্ধদের মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব যাতে নির্বিঘ্ন হয় সেনাবাহিনীর বিশেষ নজরদারি থাকবে।

 

সভায় আরো বক্তব্য দেন রাঙ্গুনিয়া সেনা ক্যাম্পের মেজর সাদমান সাকিব, সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল ইসলাম রুবেল, প্রাণিসম্পদ কর্মকর্তা শরমিন আকতার, পল্লী বিদ্যুতের ডিজিএম মাহাবুবুর রশিদ, ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান, বৌদ্ধ ভিক্ষু সুমঙ্গল থের, বৌদ্ধ ধর্মীয় নেতা অশোক তালুকদার, মনিলাল তালুকদার, অনন্ত মারমা চৌধুরী, ছাত্র প্রতিনিধি জিয়াউর রহমান প্রমুখ।

এর আগে মাসিক আইন শৃঙ্খলা সভায় ইউএনও মাহমুদুল হাসান বলেন,“ প্রবারণা পূর্ণিমার ফানুস পড়ে যাতে বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা না ঘটতে পারে সবাইকে নজর রাখতে হবে। দুর্গাপূজার মতো প্রবারণা পূর্ণিমা ও কন্ট্রোলরুম চালু থাকবে। প্রবারণা পূর্ণিমায় গ্রাম পুলিশ এক্টিভ থাকবে। এছাড়া বাজার মনিটরিং, কিশোর গ্যাং প্রতিরোধ, ইভটিজিং, বাল্যবিবাহ, ট্রাফিক ব্যবস্থা ও সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে কাজ করবে প্রশাসন। এলাকার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার আবাসস্থল ধবংস করতে নিজেদের আশ—পাশ পরিষ্কার রাখতে হবে।

পূর্বকোণ/জিগার/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট