চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে বাথরুমের বালতিতে মিলল শিশুর লাশ

নাজিরহাট সংবাদদাতা

১৩ অক্টোবর, ২০২৪ | ৪:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ভাড়া বাসার বাথরুমের পানির বালতিতে মিলল মুহাম্মদ সাফওয়া নামের দেড় বছরের এক শিশুর লাশ। নিহত শিশু উপজেলার বখতপুর ইউনিয়নের (১ নম্বর ওয়ার্ড) ফজল হক মাস্টার বাড়ির প্রবাসী সাইফুল ইসলামের একমাত্র ছেলে।

 

রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে ধর্মপুর ইউপির আজাদী বাজার এলাকার ওই বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক উল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মায়ের সাথে ফুফুর বাসায় বেড়াতে গিয়েছিল সাফওয়ান। দৌড়াদৌড়ি ও হাসি খুশিতের চারিদিকে মাতিয়ে রাখতো। দুপুরে গোসল করানোর জন্য ডাকাডাকি করে কোথাও সাড়াশব্দ না পেয়ে সবাই খুঁজতে থাকে। শেষে বাথরুমের পানি ভর্তি বালতির মধ্যে মিললো সাফওয়ানের মরদেহ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট