চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাঙামাটিতে কোটি টাকার সিগারেট জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক 

১৩ অক্টোবর, ২০২৪ | ৩:৪২ অপরাহ্ণ

রাঙামাটি থেকে পাচারের সময় কোটি টাকা মূল্যের ৩৫ বস্তা সিগারেট জব্দ করেছে যৌথবাহিনী। এসময় ট্রাক চালক রোমান ও হেলপার মঞ্জুরুল আলমকে আটক করা হয়।

 

শনিবার (১২ অক্টোবর) মধ্যরাতে রাঙামাটির মানিকছড়ি চেকপোস্ট থেকে এসব সিগারেট জব্দ করা হয়।

 

আটক ট্রাক চালক রোমান জানিয়েছেন, ট্রাকটির মালিক করিম কোম্পানি। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার রানিরহাটে। মিলন চাকমা নামের এক ব্যক্তি ১০ হাজার টাকায় ট্রাকটি ভাড়া করে। কুতুকছড়ি এলাকা থেকে এসকল সিগারেট ট্রাকের ভেতরে রেখে চারিদিকে জাম্বুরা দিয়ে ঢেকে মৌসুমি ফল নিয়ে যাচ্ছিলেন। পথে চেকপোস্টে তল্লাশি চালিয়ে যৌথবাহিনী এসব সিগারেট জব্দ করে।

 

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন পূর্বকোণকে বলেন, জব্দকৃত সিগারেটে সাথে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। সিগারেটের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তবে এসব কোন দেশের তা তিনি জানাতে পারেননি। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট