চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে পাহাড় কাটার দায়ে ২ যুবকের কারাদণ্ড, জরিমানা ৫ লাখ

বাঁশখালী সংবাদদাতা

১৩ অক্টোবর, ২০২৪ | ১২:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে রাতের অন্ধকারে পাহাড়ের মাটি কাটার দায়ে দুই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া বটতলা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জসীমউদ্দীন।

তিনি বলেন, গোপন সাংবাদের ভিত্তিতে বৈলছড়ী ইউনিয়নের পাহাড়ি এলাকায় মাটি কেটে বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটি ভর্তি ট্রাকসহ ওবায়দুর রহমান ও আব্দুল মালেক নামে দুইজনকে আটক করা হয়। পাহাড়ের মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ আইন অনুযায়ী তাদেরকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকার জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট