চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে হত্যা মামলার পলাতক আসামী মাহমুদ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

১০ অক্টোবর, ২০২৪ | ১০:০৭ অপরাহ্ণ

কক্সবাজার সদর থানাধীন হোটেল মোটেল জোন এলাকা থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মাহমুদুল হককে র‌্যাব-১৫ গ্রেপ্তার করেছে। বুধবার ( ৯ অক্টোবর) , র‌্যাব-১৫ এর একটি দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুল হককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার অপরাধ স্বীকার করেছে।

আটককৃত ব্যক্তি মাহমুদুল হক সদর উপজেলার ৪ নং ওয়ার্ডের দক্ষিণ মুহুরী পাড়ার মৃত আশরাফুজ্জামানের পুত্র। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা ছিলো,  মামলা নং-৫১। 

র‌্যাব-১৫ সুত্রে জানা যায়,  ২০১২ সালের একটি হত্যা মামলার পলাতক আসামী মাহমুদুল হককে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চালানো হচ্ছিল। গোয়েন্দা সূত্রে জানা যায়, আসামী কক্সবাজার সদর থানাধীন হোটেল মোটেল জোন এলাকায় আত্মগোপনে ছিল।

র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/এরফান/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট