চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সাতকানিয়ায় সড়কে অবৈধ যানের বিরুদ্ধে অভিযান

সাতকানিয়া সংবাদদাতা

১০ অক্টোবর, ২০২৪ | ৮:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়কে অবৈধ যানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭৭ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

 

তিনি বলেন, মোটরযানের ড্রাইভারদের লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট, হেলমেট পরিধান ইত্যাদি বিষয় চেক করা হয় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২৮টি মামলায় মোট ৭৭ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে এবং তাদের সতর্ক করা হয়েছে। এ সময় চট্টগ্রাম বিআরটিএ এর পরিদর্শক মো. শাহাদাত হোসেন, সাতকানিয়া থানা পুলিশ সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট