রাঙামাটির কাপ্তাইয়ে ভয়াবহ আগুনে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া দোকানের সামনে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাও আগুনে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা জানান- এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) রাত ৩টা ২০ মিনিটে এ আগুরে ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টায় কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি এবং ১৫ জন সদস্য নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে আটটি দোকানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও এ ঘটনায় একটি সিএনজি চালিত অটোরিকশাও পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন। তিনি বলেন, আমরা ভোর ৪টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই। ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
পূর্বকোণ/এএইচ