চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আনোয়ারায় বন্যহাতির স্থানান্তর দাবিতে ইউএনওকে স্মারকলিপি

আনোয়ারা সংবাদদাতা

৬ অক্টোবর, ২০২৪ | ১০:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী উপজেলায় বিগত কয়েক বছর ধরে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকায় অবস্থান করে বন্যহাতির সাথে সাধারণ মানুষের লড়াই চলছেই।

 

প্রতিরাতেই বন্যহাতির তাণ্ডবে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটছে। সন্ধ্যার পর পাহাড় থেকে নেমে এসে তাণ্ডব চালায় লোকালয়ে। এমন অবস্থায় ঢাকঢোল বাজিয়ে ও আগুন জ্বালিয়ে হাতি তারানো সম্ভব হচ্ছে না। তাই এসব বন্যহাতি স্থানান্তরের উদ্যোগ নিতে উপজেলা প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।

 

রবিবার (৬ অক্টোবর) দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের কাছে এলাকাবাসীর পক্ষে সাংবাদিক সুমন শাহ, ফরহাদুল ইসলাম, স্থানীয় নেজাম উদ্দিন, কাজী আব্দুল্লাহ ও আফজল শাহ এই স্মারকলিপি প্রদান করেন।

 

সাংবাদিক সুমন শাহ বলেন, কয়েক বছর ধরে কেইপিজেডের পাহাড়ে অবস্থান করে বন্যহাতির দলটি লোকালয়ে এসে মানুষের প্রাণহানি ও ফসলের ব্যাপক ক্ষতি করছে। আমরা এলাকাবাসীর পক্ষে বন্যহাতির আক্রমণ থেকে রক্ষা পেতে সরকারের সহযোগিতার দাবি জানাই।

 

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট