চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আনোয়ারার শঙ্খ নদীতে মিলল অজ্ঞাতনামা লাশ

নিজস্ব প্রতিবেদক

৪ অক্টোবর, ২০২৪ | ৩:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারার শঙ্খ নদী থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে বারখাইনের শঙ্খ নদীর জেলেপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে লাশটি দেখতে পান স্থানীয়রা তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় জানা চেষ্টা চলছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট