চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ফিটনেস সনদ-লাইসেন্স নেই, ১৫ হাজার টাকা জরিমানা গুণলো চালকেরা

সাতকানিয়া সংবাদদাতা

৩ অক্টোবর, ২০২৪ | ৯:০৩ অপরাহ্ণ

চালকের লাইসেন্স, গাড়ির রেজিস্টেশন, ফিটনেস সনদ না থাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় ৮ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার কেরানীহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

 

তিনি বলেন, অভিযানে চালকের লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট, হেলমেট পরিধান ইত্যাদি বিষয় চেক করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়ম পাওয়ায় পরিবহন আইনে আট মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পূর্বকোণ/খোকন/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট