কক্সবাজার আদালত থেকে একজন রোহিঙ্গা আসামি পালানোর ঘটনা ঘটেছে। এই ঘটনা আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ব্যর্থতার প্রমাণ বলে মনে করছেন অনেকে।
বুধবার (২ অক্টোবর) সকালে উখিয়া থানার পুলিশ মামুন নামে ওই রোহিঙ্গা আসামিকে আদালতে হাজির করে। পরে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় সে পালিয়ে যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানিয়েছেন, মামুনকে প্রথমে এপিবিএন পুলিশের সহায়তায় ক্যাম্প থেকে আটক করা হয় এবং পরে আদালতে তোলার জন্য নিয়ে আসা হয়। তবে কোর্টের সেল ঘরে নেওয়ার পথে মামুন পালিয়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকতে হবে। আদালতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ