চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসটিআইয়ের অনুমোদন এবং প্যাকেজিং লাইসেন্স নবায়ন না করায় একটি বোতলজাত পানীয় কারখাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ অক্টোবর) বিকাল ৩টার দিকে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে মাউন্টেন এ্যাভারেস্ট নামের একটি বোতলজাত পানিয় কোম্পানির কারখানায় অভিযান চালানো হয়। এসময় কোম্পানিটি তাদের বিএসটিআইয়ের অনুমোদন সনদ এবং প্যাকেজিং সনদ প্রদর্শন করলে তাতে দেখা যায় এসবের মেয়াদ দেড় বছর আগেই শেষ হয়ে গিয়েছে। তারা এসব সদন আর নবায়ন করেনি। এ কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বিএসটিআই চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মাহফুজুর রহমান ও মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/পিআর/এএইচ