রুট পারমিট ও ফিটনেস না থাকায় চট্টগ্রামের লোহাগাড়ায় ১৭ গাড়িকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ ও ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়ার সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল ও বিআরটিএ কর্তৃপক্ষ।
অভিযান শেষে বিআরটিএর চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক মো. শাহাদাত হোসেন চৌধুরী জানান, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন ও ফিটনেস না থাকায় ১৭টি যানবাহনকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ’র চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক মো. শাহাদাত হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন, বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারি আল-ফরহাদ ও এমিল চাকমা ।
পূর্বকোণ/পিআর/এএইচ