চট্টগ্রাম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে ছাত্র-জনতার উপর হামলা মামলার আসামি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

৩০ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৫০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে সরকার পতনের একদফা দাবিতে গত ৫ আগস্ট আন্দোলনরত ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলায় দায়েরকৃত তিনটি মামলার এজাহারনামীয় আসামি সালাহ উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

 

সোমবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে কক্সবাজার সদর থানাধীন গুনগাছতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সালাহ উদ্দিন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড লেঙ্গুরবিল এলাকার জাফর আহমদের ছেলে।

 

র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করে জানান, টেকনাফ থানায় দায়েরকৃত মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সালাহ উদ্দিনকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। গোপন সংবাদের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর গভীর রাতে কক্সবাজার সদর থানাধীন গুনগাছতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে গত ৫ আগস্ট টেকনাফে সরকার পতনের একদফা দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলা চালানোর কথা স্বীকার করে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট