কক্সবাজারের রামু থানায় ৫ নম্বর ফতেখাঁরকুল ইউনিয়নে চোলাইমদ জব্দের ঘটনা ঘটেছে। গতকাল রাতে একটি অভিযানে পুলিশ ৮০ লিটার চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশ একটি অভিযান চালায়। এই অভিযানে ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি-কাউয়ারখোপ সড়কে একটি অটোরিকশা তল্লাশি করে ৮০ লিটার চোলাইমদ উদ্ধার ও ঘটনাস্থল থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হল, রামু থানার ৭ নম্বর ওয়ার্ডের কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা গ্রামের রবি উল্লাহ (১৯) এবং ৯ নম্বর ওয়ার্ডের লামারপাড়া গ্রামের রায়হান উল্লাহ (১৯)। তাদের কাছ থেকে চোলাইমদ বহনকারী একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় রামু থানায় মামলা রুজু করা হয়েছে। পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।
বিশেষজ্ঞদের মতে, মাদকের বিস্তার রোধে সরকারকে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও, সামাজিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ