চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলীতে প্রতিনিয়ত বন্যহাতির আক্রমণে প্রাণহানির ঘটনা ঘটছে। তাই হাতি ও মানুষের দ্বন্দ্ব বাড়ছে প্রতিনিয়তই। গত কয়েক বছর ধরে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকায় বসবাসরত বন্যহাতির দলটি অপসারণের দাবিতে এলাকাবাসীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে ৪৮ ঘণ্টার মধ্যে উপজেলা প্রশাসন ও কেইপিজেড কর্তৃপক্ষকে বন্যহাতির দলটি অপসারণের ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের দেয়াং বাজার মাদ্রাসা মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর পক্ষে বক্তব্যে রাখেন কাজী আবদুল্লাহ, মাস্টার হাশেম রেজা, মোহাম্মদ দেলোয়ার, নেজাম উদ্দীন, মাওলানা সরোয়ার আলম, মোহাম্মদ দিদার, ইউছুপ মিয়া, প্রবাসী ইউনুস, মোরশেদ মান্নান, তারেকুর রহমান, মোহাম্মদ ওসমান ও আফজাল শাহ্।
বক্তারা বলেন, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় প্রতিনিয়তই হাতির উপদ্রব দেখা যায়, বিশেষ করে রাতে এবং ভোরে হাতির দলটি লোকালয়ে চলে এসে খাবারের জন্য বিভিন্ন গ্রামে হানা দেয়। এতে করে বন্যহাতির আক্রমণ প্রায় ২১ জন লোক মারা গেছে এবং আহত হয়েছে প্রায় শতাধিক। এতে করে হাতি ও মানুষের দ্বন্দ্ব বাড়ছে প্রতিনিয়তই। হাতির আক্রমণ থেকে বাঁচতে হলে দ্রুত অপসারণ করতে হবে।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ