চট্টগ্রাম শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে মাতলামি করায় ২ যুবকের জেল-জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

২৭ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মদ খেয়ে প্রকাশ্যে মাতলামি করায় দুই যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাদেরকে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার ভাটিয়ারী উত্তর বাজার সংলগ্ন যমুনা ব্যাংকের সামনের এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হল- সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর মাজার বাড়ি এলাকার মৃত নুর হোসেনের ছেলে মো. জামালউদ্দিন (৩৪) ও একই উপজেলার মদন হাট মোল্লা বাড়ি এলাকার মৃত আলী হোসেনের ছেলে জলিল (২২)।

 

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তিনি বলেন, এলকোহল পান করে নেশাগ্রস্ত দুই যুবক জনসাধারণের সঙ্গে অশোভন আচরণ করছিলেন। এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছ থেকে নেশার বিভিন্ন উপাদান জব্দ করা হয়। পরে তাদরেকে তিন মাসের কারাদণ্ড ও প্রতিজনকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

 

বিকেলে তাদের গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব চন্দ্র পোদ্দার।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট