চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

আনোয়ারায় হাতির আক্রমণে বৃদ্ধের মুত্যু

আনোয়ারা সংবাদদাতা

২৪ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা বৈরাগ ইউনিয়নে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি মারা গেছেন। আহতাবস্থায় রাত ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে  তার মৃত্যু হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার গুয়াপঞ্চক গ্রামের আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মো. কাশেম প্রকাশ দুলাল (৬০) ওই এলাকার উত্তর গুয়াপঞ্চক ৪ নম্বর ওয়ার্ডের শাহ আহম্মেদ বাড়ির মৃত মুজিবুর হকের ছেলে। তার ৩ মেয়ে এবং ২ ছেলে সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. নুরুল আলম বলেন, দুলাল আশ্রয়ণ প্রকল্প ঘর থেকে বাহির হওয়া সাথে সাথে দেয়াং পাহাড় থেকে নেমে আসা একটি বন্যহাতি সুর দিয়ে তোলে দুলালকে মারাত্মকভাবে আহত করে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে নেওয়া হয়।

বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী বলেন, পাহাড়ে হাতিগুলো প্রায় সময় লোকালয়ে এসে ফসল ও মানুষের ঘর বাড়িতে আক্রমণ চালায়। সোমবার রাত সাড়ে ৮টায় দেয়ান বাজার আশ্রয়ণ প্রকল্পে একদল বন্যহাতি আক্রমণ করে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা দিনমজুর মো. দুলালকে মারাত্মকভাবে জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

পূর্বকোণ/সুমন/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট