কক্সবাজারের পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে আসার পর তার সমর্থকরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে থানায় আব্দুল্লাহকে নিয়ে আসার পর তার শত শত সমর্থক থানায় ভিড় জমায় এবং তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
পুলিশ সুত্রে জানা যায়, আব্দুল্লাহকে গত ১৮ জুলাই কক্সবাজার শহরের লালদীঘিপাড়ে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ওই হামলায় বিআরবি ক্যাবলের কর্মচারী আহসান হাবীব নিহত হন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম বলেন, পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহকে যৌথবাহিনী গ্রেপ্তার করে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করার জন্য নিয়ে যান। পরে আসামি ছিনিয়ে নিতে চেষ্টা চালায় শতাধিক মানুষ। পুলিশের বাধা সত্ত্বেও তারা থানার ভেতরে ঢুকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া করে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
তিনি আরও বলেন, এই ঘটনার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে যারা জড়িত পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ