চট্টগ্রাম শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে ৫ কোটি টাকার আইসসহ কারবারি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

২১ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:৪০ অপরাহ্ণ

টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর বিশেষ জোনের একটি টিম অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিফাত উল্লাহ তাসনিম।

 

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টেকনাফ পৌরসভার হাসপাতাল গেট সংলগ্ন ভাই-ভাই কুলিং কর্নারের সামনে মাদকের একটি চালান ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি আইসসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধার করা আইসের মূল্য ৫ কোটি টাকা।

 

গ্রেপ্তার ফিরোজ আলম টেকনাফ সদর ইউনিয়ন ডেইল পাড়া এলাকার মৃত ওসমান গনির ছেলে। তার সাথে মাদক কারবারে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আইসসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট