চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৪:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার বিবিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

তিনি জানান, বিবিরহাট বাজারে মূল্যতালিকা প্রদর্শন না করায় মা স্টোরকে ১ হাজার টাকা, ডিমের দাম বেশি নেওয়ায় ফোরকানের ডিমের দোকানকে ১ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অননুমোদিত ওষুধ বিক্রি করায় জান্নাত মেডিকেল হলকে ১৫ হাজার টাকা এবং এসবি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট