চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়িতে ট্রলি উল্টে ব্যবসায়ী নিহত, চালক আহত

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

১৭ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:১৪ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কাঠভর্তি ট্রলি গাড়ি উল্টে একজন নিহত ও অপরজন আহত হয়েছেন। নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের আজুখাইয়া ফকিরপাড়া রাবার বাগান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কাঠভর্তি ট্রলিটি যাওয়ার পথে ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় সাথে থাকা কাঠ ব্যবসায়ী (মালিক) রতন বড়ুয়া (৩৯) ঘটনাস্থলে প্রাণ হারান। গাড়িচালকও গুরুতর আহত হন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পিতা অরি বিন্দু বড়ুয়া। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতাল প্রেরণ করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান। তিনি জানান, একজন নিহত এবং গুরুতর আহত ব্যাক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

 

 

পূর্বকোণ/শামীম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট