বোয়ালখালীতে প্রয়াত এমপি বাদলের কবরস্থানে আগুন-ভাঙচুর
বোয়ালখালীতে প্রয়াত এমপি মঈন উদ্দিন খান বাদলের কবরস্থান ভাঙচুর এবং পেট্রোল দিয়ে কবরের ওপরে লাগানো ফুলের গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে দুর্বৃত্তরা গাড়ি নিয়ে এসে এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন মঈন উদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট দিয়ে জানান, আমি মিসেস মঈনুদ্দিন খান বাদল, আমার স্বামী (বাদল) ২০১৯ সালের ৭ নভেম্বর ইন্তেকাল করেছেন। কতিপয় সন্ত্রাসী আজ (মঙ্গলবার) দুপুরে গাড়ি নিয়ে এসে মঈনুদ্দিন খান বাদলের পৈত্রিক ভিটায় অবস্থিত কবরে লাগানো ফুল গাছে আগুন দিয়ে ভাংচুর চালিয়েছে । খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে বাদলের স্ত্রী সেলিনা খান বলেন, মানুষ কি কবরেও শান্তিতে থাকতে পারবেন না। আমি এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছি।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ও তৎকালীন জাসদ কার্যকরী কমিটির সাবেক সভাপতি মঈন উদ্দিন খান বাদল এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক দদের হয়ে চট্টগ্রাম ৮ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। টানা তিনবার আমৃত্যু সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।