বোয়ালখালীতে প্রয়াত এমপি মঈন উদ্দিন খান বাদলের কবরস্থান ভাঙচুর এবং পেট্রোল দিয়ে কবরের ওপরে লাগানো ফুলের গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে দুর্বৃত্তরা গাড়ি নিয়ে এসে এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন মঈন উদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট দিয়ে জানান, আমি মিসেস মঈনুদ্দিন খান বাদল, আমার স্বামী (বাদল) ২০১৯ সালের ৭ নভেম্বর ইন্তেকাল করেছেন। কতিপয় সন্ত্রাসী আজ (মঙ্গলবার) দুপুরে গাড়ি নিয়ে এসে মঈনুদ্দিন খান বাদলের পৈত্রিক ভিটায় অবস্থিত কবরে লাগানো ফুল গাছে আগুন দিয়ে ভাংচুর চালিয়েছে । খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে বাদলের স্ত্রী সেলিনা খান বলেন, মানুষ কি কবরেও শান্তিতে থাকতে পারবেন না। আমি এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছি।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ও তৎকালীন জাসদ কার্যকরী কমিটির সাবেক সভাপতি মঈন উদ্দিন খান বাদল এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক দদের হয়ে চট্টগ্রাম ৮ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। টানা তিনবার আমৃত্যু সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।