চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে নৌবাহিনী। রবিবার (১৫ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, সন্দ্বীপ উপজেলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ভেড়িবাঁধ এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী সাখাওয়াত হোসেন প্রকাশ আদরকে আটক করা হয়। পরে আদরের তথ্যের ভিত্তিতে আলাউদ্দিনকে আটক করা হয়। এ সময় তাদের বাসা তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তার আদরের নামে থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। পরবর্তীতে আটকদের ও জব্দকৃত অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুবুর রহমান খান বলেন, আসামিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হচ্ছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/নরোত্তম/জেইউ/পারভেজ